টাইমস বাংলা ডেস্ক, আসানসোল- রুদ্রমূর্তি ধারণ করলেন চৈতালি তিওয়ারি। একেবারে সরকারি আধিকারিককে চেয়ার ছাড়া করার হুমকি দিলেন বিজেপি কাউন্সিলর তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। পানীয় জলের সমস্যা নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিলেন। সেখানেই মেজাজ হারিয়ে আঙুল উঁচিয়ে সরকারি কর্মচারীকে রীতিমত চাকরি ছাড়া করার হুমকি দিলেন তিনি। আসানসোল পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুরসভার বিরোধী দলনেত্রী বিজেপির চৈতালি তিওয়ারির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, শনিবার আসানসোল পুরসভার কুলটি বরো কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। তার নেতৃত্বে ছিলেন পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারও উপস্থিত ছিলেন। সেখানেই চৈতালির সঙ্গে কথা বলেন বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী। আর তখনই চৈতালি রীতিমতো আঙুল উঁচিয়ে অভিজিতকে বলেন, ‘১৫ দিনের মধ্যে জল সমস্যা মেটান। না হলে, কিন্তু চেয়ার থেকে সরিয়ে দেব।’ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে হুমকি দিয়ে চৈতালি তিওয়ারি বলেন, ‘আপনি যদি ভেবে থাকেন মেয়র সাহেবের চামচাগিরি করবেন এই চেয়ারে বসে, তাহলে ১৫ দিনের মধ্যে এই চেয়ার থেকে ওঠানোর দায়িত্ব নিতে পারি। ১৫ দিনের মধ্যে জল সমস্যা মেটান। না হলে, কিন্তু চেয়ার থেকে সরিয়ে দেব।’
এই ঘটনার পর পুরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন, ‘হুমকি ও ধমক দেওয়াটাই বিজেপির সংস্কৃতি। বিরোধী দলনেত্রী সেই সংস্কৃতি অনুযায়ী কথা বলেছেন। ইচ্ছে হলেই উনি বা আমি, কেউই কাউকে চাকরি থেকে বসিয়ে দিতে পারি না।’ আর অভিজিৎ বাবু বলেন, ‘এই ধরনের হুমকিতে কিছু যায় আসে না।’