টাইমস বাংলা ডেস্ক, সিঙ্গুর – সিঙুরে মমতার শিল্পের প্রতিশ্রুতিকে একযোগে কটাক্ষ করল বিজেপি ও কংগ্রেস। শনিবার মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তুমুল সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় সাংবাদিক বৈঠকে রাজ্যে শিল্পের বেহাল দশাকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মোদী সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার মালদায় এক পদযাত্রায় যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, ‘রাজ্যের সব শিল্প নিজে হাতে নষ্ট করেছেন উনি। মালদার নারায়ণপুরে যে শিল্পতালুক হওয়ার কথা ছিল তাও শেষ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু মুখে শিল্পের কথা বলেন। বাস্তবের সঙ্গে তার কোনও যোগ নেই।’ তাঁর অভিযোগ, ‘এই সরকারের সর্বত্র দুর্নীতি। ১০০ দিনের কাজ থেকে শৌচাগার, কেন্দ্রের কোনও প্রকল্প থেকে টাকা সরাতে বাদ রাখছে না এই সরকার। এমনকী চাকরি দেওয়ার নামেও লুঠ চলছে’।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘সিঙুরে শিল্পকে শেষ করলেন। তার বদলে আলু চাষের ব্যবস্থা হল। আর উনি যে ফ্রেট করিডরের কথা বলেছেন তা নতুন কিছু নয়। ওটা পুরনো পরিকল্পনা। উনি এমন মডেল স্টেশন বানাতে চাইছেন যেখানে রেললাইন নেই।’ শুক্রবার সিঙুরে এক অনুষ্ঠানে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হচ্ছে। সিঙুরে কোচ ফ্যাক্টরি হচ্ছে। অনেক বড় ইন্ডাস্ট্রি হচ্ছে। ওটা উত্তরপাড়ায় হচ্ছে। ডানকুনিতে ফ্রেইট করিডরের বাজেট আমিই পাশ করে দিয়ে গিয়েছিলাম। এখানে কৃষিও হবে শিল্পও হবে। আপনাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’