টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী KK। এবার বাংলার মাটিতেই প্রয়াত শিল্পীকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার।। রবীন্দ্র সদনে তাঁকে গান স্যালুট দেওয়া হবে। রবীন্দ্র সদনের অডিটোরিয়ামের একেবারে সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে তাঁকে। বাঁকুড়া সফর কাটছাঁট করে দ্রুত কলকাতা ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। প্রথমে ঠিক ছিল কলকাতা বিমানবন্দরেই তাঁকে গান স্যালুট দেওয়া হবে। পরে সেই পরিকল্পনা বাতিল করে রবীন্দ্র সদনেই তাঁর মরদেহের সামনে গান স্যালুট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেই সেই ব্যবস্থা খতিয়ে দেখছেন।
মুখ্যমন্ত্রী বলেন,পিজিতে পোস্ট মর্টেম চলছে। একটু টাইম লাগবে। আমরা রবীন্দ্র সদনের শেষ শ্রদ্ধা জানাই। সেই মতো আমরা রবীন্দ্র সদনেই শেষ শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছি। সেই মতো ব্যবস্থা করা হচ্ছে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রবীন্দ্রসদনে গিয়ে শিল্পীর ছবির সামনে মালা, ফুল দিয়ে সাজানোর কাজ করেন। ব্যবস্থাপনায় যাতে কোনও ত্রুটি না থাকে তা তিনি খতিয়ে দেখেন। শিল্পীর পরিবারের সদস্যরাও কলকাতায় এসেছেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে মুম্বইতে। তারও যাবতীয় ব্যবস্থাপনা করা হচ্ছে। বাংলার মনও যে আজ কেকে’র জন্য ভারাক্রান্ত। চলে গিয়েছেন কেকে। আপামর মানুষের মনে থেকে যাবে তাঁর অমর সৃষ্টি।