টাইমস বাংলা ডেস্ক, পুরুলিয়া – বিজেপি নেতাদের ঘরে সিবিআই, ইডির যাওয়া উচিত। প্রত্যেককে গ্রেফতার করা উচিত। মঙ্গলবার পুরুলিয়ায় তৃণমূলের কর্মী সভায় বিজেপিকে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলেই অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, ২০২৪ সালে বিজেপি নো এন্ট্রি হয়ে যাবে। এদিন সিবিআই তদন্ত নিয়ে বিজেপিকে এক হাত নিয়ে তৃণমূল নেত্রী জানান, ‘মোদীবাবু কখনও দিল্লিতে আপ নেতার বাড়িতে, কখনও লালু প্রসাদের বাড়িতে আবার কখনও হেমন্ত সোরেনের বাড়িতে সিবিআই পাঠাচ্ছেন। বিরোধীদের দমিয়ে রাখতে কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে বিজেপি।’ একইসঙ্গে গরু ও কয়লা পাচার কেলেঙ্কারি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। এই প্রসঙ্গে তিনি জানান, ‘কাউকে কয়লা, কাউকে গরু পাচার কেলেঙ্কারিতে গ্রেফতার করা হচ্ছে। কয়লা তো কেন্দ্রের হাতে। সীমান্ত দিয়ে গরু পাচার হলে তার জন্য তো বিএসএফ দায়ী। কজন বিএসএফ কর্তাকে গ্রেফতার করা হয়েছে? নোটবন্দি করতে গিয়ে ১০০ শতাংশের ওপর ৫০০ টাকার যে ভেজাল নোট তৈরি হয়েছে, সেজন্য বিজেপি নেতাদের ঘরে ঘরে ইডি, সিবিআই যাওয়া উচিত। নিজেরা করলে সব সাত খুন মাপ।’ একইসঙ্গে তৃণমূল নেত্রী জানান, ‘২০২৪, নো এন্ট্রি ফর বিজেপি। গরিব মানুষকে টাকা দিচ্ছ না। দেশটাকে শেষ করে দিচ্ছ। গরিবদের ১০০ দিনের কাজের টাকা দিচ্ছ না। এখন বড় বড় কথা। ২০২৪ সালে আর ক্ষমতায় আসা হবে না।’ একইসঙ্গে তিনি জানিয়ে দেন, আগামী নির্বাচনে এখান থেকে যেন একটা সিট না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।