টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগণা – আজ, সোমবার বিজেপির স্নায়ুর চাপ বাড়তে শুরু করেছে। কারণ আজ অর্জুন সিংয়ের পুত্র পবন সিং বিজেপি সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর। ইতিমধ্যেই অর্জুন সিং ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে। সেক্ষেত্রে বিজেপির সাংসদ সংখ্যা কমেছে। আর ভাটপাড়ার বিধায়ক পবন সিং তৃণমূল কংগ্রেসে যোগ দিলে বিজেপির বিধায়ক সংখ্যাও কমবে। আজ, সোমবার শ্যামনগরে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তৃণমূল কংগ্রেসে ফিরে অর্জুন সিং জানিয়েছিলেন, ভাটপাড়ার বিধায়ক পবন সিংও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। আজই সেই মাহেন্দ্রক্ষণ।
উল্লেখ্য, হলদিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দরজা খুললে বাংলায় বিজেপি দলটাই উঠে যাবে। এবার ধীরে ধীরে সেই দরজা খুলছেন বলে মনে করা হচ্ছে। গত ২২ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন অর্জুন সিং। এবার তাঁর ছেলের ফেরার পালা। সেটা আজ হয় কিনা এখন দেখার বিষয়।