টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – স্বস্তির নিঃশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার হলদিয়ায় একটি শ্রমিক সভা থেকে বিচারব্যবস্থার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য নিয়ে হাইকোর্টে যে মামলা হয়েছিল এদিন তা খারিজ করে দিল উচ্চ আদালত। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা খারিজ হয়ে গিয়েছে। অভিষেকের বিরুদ্ধে এই মামলা কে গুরুত্বহীন বলে মনে করছে হাইকোর্ট। এদিন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের তরফে জানানো হয়, এই মুহূর্তে অন্য মামলার গুরুত্ব অনেক বেশি। এই মামলার তেমন গুরুত্ব রয়েছে বলে মনে করছে না আদালত। তাই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জন্য হাইকোর্টে যে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি জানানো হয়েছিল তাও খারিজ হয়ে গিয়েছে। প্রসঙ্গত,শনিবার হলদিয়ায় একটি শ্রমিক সভা থেকে বিচারব্যবস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন বলেছিলেন, “আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থায় একজন দু’জন এমন আছেন যাঁরা যোগসাজশে কাজ করছেন তল্পিবাহক হিসেবে। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। মার্ডার কেসে স্টে (স্থগিতাদেশ) দিয়ে দিচ্ছে, ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্টে দিতে পারেন না!” এই মন্তব্য নিয়েই শোরগোল শুরু হয়। সোমবার তাঁর ওই বক্তব্য নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কৌস্তব বাগচী। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু করার আবেদনও জানানো হয়েছিল। সেসব এদিন খারিজ করল হাইকোর্ট।