টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – দীর্ঘ দুবছর বন্ধ ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী মৈত্রী বন্ধন এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে খুলনা পর্যন্ত রওনা দিল এদিনের বন্ধন এক্সপ্রেস। রবিবার সকাল ৭টা ১০ নাগাদ কলকাতা স্টেশন থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী এই ট্রেন রওনা দেয়। এদিকে দীর্ঘদিন পরে এই ট্রেন চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা। এদিন রেললাইনের উপর থাকা দরজা খুলে দেয় বিএসএফ। এই দৃশ্যের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ছুঁয়ে গিয়েছে দুই বাংলার মানুষকেই। মৈত্রী বন্ধন হেল্প ডেস্কও এদিন চালু ছিল। চিৎপুর জিআরপির পক্ষ থেকে এই হেল্প ডেস্ক চালু করা হয়। বাংলাদেশের এক নাগরিক মহম্মদ ইয়াসিন জানিয়েছেন, দুবছর পরে ট্রেন চালু হল।বাস নানা সময় যানজটে ফেঁসে যায়। ট্রেনে সেই সমস্যা নেই। কলকাতার গড়িয়ার বাসিন্দা চন্দ্রশেখর বিশ্বাস বলেন, টিকিট পেতে কোনও সমস্যা হয়নি। করোনার জন্য দুবছর এই ট্রেন বন্ধ ছিল। আমি প্রথম দিনই খুলনা যাচ্ছি। সেখানে আমার আত্মীয়রা রয়েছেন। আমি খুব খুশি। বাংলাদেশের অপর এক বাসিন্দা মহম্মদ ফারুক বলেন, এই ট্রেনে খুব আরামদায়ক জার্নি। গাড়িতে চেপে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলাম। এবার ট্রেনে ফিরে যাচ্ছি। এদিন ট্রেনে ওঠার আগে প্রতি যাত্রীকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে বিএসএফ।
জনসংযোগ আধিকারিক হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় বলেন, ১৮ মার্চ ২০২০ সালে কোভিডের জেরে মৈত্রী বন্ধন ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। মৈত্রী ও বন্ধন দুটি ট্রেনই বন্ধ হয়ে গিয়েছিল। তবে কোভিডের আগে যে নিয়ম ছিল, পাঁচদিন মৈত্রী ও দুদিন বন্ধন চলবে। এক্সিকিউটিভ ক্লাসে প্রায় ১২০০ টাকা ও চেয়ার কারে ৮০০ টাকা ভাড়া। প্রথম দিন ১৯জন যাত্রী যাচ্ছেন।