টাইমস বাংলা ডেস্ক, দক্ষিণ ২৪ পরগণা – তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির সঙ্গে নাকি পরকীয়া প্রেমে মেতে উঠেছেন সহ–সভাপতি। আর এই ঘটনা ঘটেছে ভাঙড়ের বাকড়ী গ্রামে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের বাকড়ী গ্রামের বুথ সভাপতি জাহানারা বিবি। তাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বুথ সহ–সভাপতি মহিবুর রহমান মোল্লা। সংসার থাকলেও পরকীয়া প্রেম এখন দু’জনকে কাছাকাছি নিয়ে এসেছে। এই ঘটনা প্রকাশ্যে আসায় সংসারে অশান্তি শুরু হয়েছে বলে খবর। আর তা নিয়ে থানা পর্যন্ত গড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, এই পরকীয়াকে কেন্দ্র করে স্বামী সরিফুল মোল্লার সঙ্গে বুথ সভাপতি জাহানারা বিবির সাংসারিক অশান্তি চরমে উঠেছে। জাহানারা বিবির স্বামী সরিফুল মোল্লা পেশায় গাড়িচালক। সরিফুল মোল্লা তাঁর স্ত্রীর উপর সন্দেহের বশে অত্যাচার করেছে বলে অভিযোগ দায়ের হয়েছে। বধূ নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। আর সরিফুল মোল্লার অভিযোগ, তিনি বাড়িতে ফিরে দেখেন তাঁর স্ত্রী জাহানারা বিবি এবং মহিবুর রহমান মোল্লা পরস্পরের হাতে হাত রেখে গল্প করছিল। তাই প্রতিবাদ করা হয়। তখন স্ত্রী হমকি দেওয়ায় তিনি এখন বাড়িছাড়া।
পরস্পরের অভিযোগে থানায় বেশ চাপে পড়ে গিয়েছে। স্বামীর দাবি, বধূ নির্যাতনের অভিযোগ মিথ্যা। আর স্ত্রীর দাবি, পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরকীয়া প্রেম নিয়ে এখন গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আসলে শাসকদলের বুথস্তরে পরকীয়া প্রেম পৌঁছে যাওয়ায় এলাকায় কানাঘুষো নানা কথা শোনা যাচ্ছে। তাই তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।