টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – বিজেপির পর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বামেদের কর্মসূচি শুরুর আগেই শুরু হয়ে গেল পুলিশের ধরপাকড়। এদিন বাম ছাত্রযুবদের কর্মসূচি রুখতে বিধাননগরের করুণাময়ী মোড়ে ছিল নজিরবিহীন পুলিশি ব্যবস্থা। কর্মসূচিতে যোগদান করতে ছাত্রযুবরা গাড়ি থেকে নামতেই তাদের আটক করেন পুলিশকর্মীরা। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘এই পুলিশ বিক্রি হয়ে গেছে। চোরেদের বদলে যোগ্য প্রার্থীদের আটক করছে।’ ‘চোর ধরো, জেলে ভরো’ স্লোগান তুলে শুক্রবার বিধাননগরের করুণাময়ীতে এসএসসির সদর দফতর আচার্য সদন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্রযুবরা। বেলা বাড়তেই কর্মসূচিতে যোগদান করতে করুণাময়ীতে জমা হতে শুরু করেন ছাত্রযুবরা। সঙ্গে সঙ্গে তাদের তাড়া করে ধরে পুলিশ। তোলা হয় প্রিজন ভ্যানে। অস্বস্তিকর গরমে ঘণ্টার পর ঘণ্টা প্রিজন ভ্যানে বসিয়ে রাখা হয় তাদের। কিছুক্ষণ পর বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছলে তাঁকেও আটক করেন পুলিশকর্মীরা। এর পর সংবাদমাধ্যমকে মীনাক্ষী বলেন, এই পুলিশ সরকারের পেটোয়া হয়ে গিয়েছে। যারা দুর্নীতি করল তাদের না ধরে যোগ্য প্রার্থীদের আটক করছে পুলিশ।
এদিন বামেদের কর্মসূচি বানচাল করতে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। মোতায়েন ছিল জলকামান। বৃহস্পতিবার বিজেপির কর্মসূচিতেও একই কৌশল নিয়েছিল পুলিশ। পুলিশ আধিকারিকদের দাবি, বামেদের কর্মসূচির কোনও অনুমতি ছিল না।