টাইমস বাংলা ডেস্ক, বর্ধমান – একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিলেন মা। এমন বিরল ঘটনাটি বর্ধমানের শিশু হাসপাতালের। জন্মের পর থেকে অসুস্থ হয়ে পড়েছিল ওই তিন শিশু। তবে চিকিৎসকদের তৎপরতায় বর্তমানে তারা সুস্থ রয়েছেন। অসুস্থ অবস্থাতে এখন তিন শিশু কন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন মা। তিন শিশু সুস্থ থাকায় খুশি মা, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। হাসপাতালের চিকিৎসকরা জানান, একসঙ্গে তিনটি সন্তান জন্ম নিলে সেই ধরনের শিশুদের ট্রিপলেটস বলা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জন্মের পর থেকেই ওই তিন শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। তারা তিনজনেই জন্ডিসে আক্রান্ত হয়েছিল। এরপর শিশুদের সুস্থ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। চিকিৎসকদের তৎপরতায় দ্রুত তিন শিশু সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমদিকে যে চিকিৎসককে ওই মহিলা দেখাচ্ছিলেন সেই চিকিৎসক বাইরে চলে যাওয়ার ফলে সমস্যা দেখা দিয়েছিল। চিকিৎসকদের কথায়, প্রতি ১০ হাজার জনের মধ্যে একজনের ক্ষেত্রে একইসঙ্গে তিনটি শিশুর জন্ম দেওয়ার ঘটনা দেখা যায়। এই ধরনের ঘটনা বিরল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। প্রসূতি মহিলার নাম চেতনা মুখোপাধ্যায়। তিনি পেশায় মেমারি কলেজের সংস্কৃতের অধ্যাপিকা। অন্যদিকে, ৩ শিশুর বাবা সুপ্রিয় হাজরা পেশায় ব্যবসায়ী। চেতনার কথায়, ‘আমরা ভীষণ খুশি। আমরা প্রথম থেকেই চেয়েছিলাম মেয়ে হোক। একসঙ্গে তিন কন্যা পেয়ে আমরা খুবই খুশি। বাড়ির লোকেরাও সকলেই খুশি।’ সুপ্রিয় বলেন, ‘আমরা প্রথমে খুবই চিন্তার মধ্যে ছিলাম। কারণ মফস্বলে এই ধরনের চিকিৎসা যে সম্ভব হবে তা ভাবতে পারিনি। তাই প্রথমে আশঙ্কার মধ্যে ছিলাম। তবে তিনজন সুস্থ হওয়ায় এখন আমরা নিশ্চিন্তে রয়েছি।’