রূপম রায়, নদিয়া,টাইমস বাংলা ডেস্ক – জায়গা দখল, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একাধিক অভিযোগে বিক্ষোভ রানাঘাট রেল স্টেশনে। দীর্ঘক্ষন রেল চলাচল বন্ধ করে অবরোধ নিত্যযাত্রীদের একাংশের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা স্টেশন চত্বরে। প্রতিদিনের মত আজ বুধবার সকাল ৮ বেজে ৩৫ মিনিট নাগাদ রানাঘাট স্টেশনে আসে মেমু লোকাল। স্টেশনে ট্রেন ঢুকতেই লাইনে নেমে ভিড় জমাতে থাকেন নিত্যযাত্রীরা। শুরু হয় বিক্ষোভ। সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই লালগোলা থেকে সাড়ে ছ’টা নাগাদ রানাঘাট স্টেশনে আসে এই ট্রেনটি। সেখানে ট্রেনটিকে দীর্ঘক্ষণ ধরে পরিস্কার করা পর সেটি রানাঘাট থেকে রওনা দেয় শিয়ালদহের উদ্দেশ্যে। এদিন সকালে লালগোলা থেকে আসার পথে হঠাৎই ওই ট্রেনে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। ফলে দীর্ঘক্ষণ মাঝপথে আটকে ছিল ট্রেনটি। কার্যত সেই কারণেই ট্রেনটি দেরিতে পৌঁছয় রানাঘাটে। যার দরুন স্টেশনে ভিড় জমেছিল। ফলে আর পরিস্কারের কাজও করা যায়নি। ট্রেনে ভিড় বেশি থাকায় রানাঘাট থেকে ওঠা যাত্রীদের জায়গা দখল নিয়ে অশান্তি, অপরদিকে ট্রেন অপরিচ্ছন্নতার অভিযোগ। এই দুটি অভিযোগ নিয়ে রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীদের একাংশ। পাশাপাশি মেমু লোকালের পরিবর্তে এএমইউ ট্রেনের দাবিও তোলেন তাঁরা। যার জেরে সকাল সাড়ে আটটা থেকে প্রায় দুই ঘণ্টা পুরোপুরি বন্ধ ছিল ওই লাইনের ট্রেন পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে।