টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগণা – ভাটপাড়ায় সাংসদ অর্জুন সিংয়ের বাসভবন ও দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হচ্ছে বিজেপির পতাকা। সরানো হচ্ছে মোদীর ছবিও। এমনকী মজদুর ভবনের ভেতরে বিজেপি নেতৃত্বের সঙ্গে অর্জুনের যে ছবি ছিল সেগুলিও সরিয়ে ফেলা হচ্ছে একে একে। অর্জুন অনুগামীরা এনিয়ে তৎপর হন। তবে তাঁর বাড়িতে এখনও কেন্দ্রীয় বাহিনীর পাহারা রয়েছে। কিন্তু গোটা এলাকার চালচিত্র বদলে যাচ্ছে দ্রুত। ঘাসফুল শিবিরে যোগদানের যাবতীয় আবহ তৈরি করা হচ্ছে এলাকায়। মজদুর ভবনে টাঙিয়ে দেওয়া হল তৃণমূলের পতাকা।
প্রসঙ্গত এই ভাটপাড়াতেই অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে অতীতে বার বার বোমাবাজি হত বলে অভিযোগ। এনিয়ে বার বার অর্জুন সিং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। আর সেই অর্জুন সিংই এবার তৃণমূলের দিকে পা বাড়িয়ে দিলেন। স্বাভাবিকভাবেই তিনি তৃণমূলে যোগদান করার আগেই এদিন তাঁর বাড়ি থেকে বিজেপির যাবতীয় নাম নিশান মুছে ফেলতে তৎপর হন তাঁর অনুগামীরা। তবে অর্জুন সিংয়ের এই অবস্থানকে ঘিরে কার্যত বিভ্রান্ত তাঁর অনুগামীদের একাংশ। অনেকেই বুঝতে পারছেন না, এতদিন যে তৃণমূলের বিরুদ্ধে তাঁরা সুর চড়াতেন তাদেরকেই এবার আপন করে নিতে হবে। এদিকে অর্জুনের বাড়ির সামনের পুরো অংশটাই এতদিন গেরুয়াময় ছিল।এবার ক্রমে বদলে যাচ্ছে ছবিটা। খুলে ফেলা হচ্ছে যাবতীয় পতাকা। গ্রিলের সঙ্গে যে পতাকাগুলি ছিল সেগুলোও একে একে খুলে ফেলা হচ্ছে। জগদ্দল- ভাটপাড়া এলাকায় একাধিক বাড়ি থেকে বিজেপির কাজকর্ম পরিচালনা হত। সেখান থেকে পোস্টার ব্যানার গেরুয়া পতাকা সরিয়ে ফেলা হচ্ছে।