টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – টানা চারঘণ্টা জেরার পরে সিবিআই দফতর থেকে বেরোলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এরপর তিনি এমএলএ হস্টেলে চলে যান। এনিয়ে টানা তিনদিন পরপর সিবিআই জেরার মুখে পড়লেন তিনি। শনিবার সকাল ১০টা ৩৮ মিনিটে তিনি সিবিআই দফতরে এসেছিলেন। এরপর প্রায় চার ঘণ্টা পরে তিনি সিবিআই দফতর থেকে বের হন। তবে ফের তাঁকে তলব করতে পারে সিবিআই। এদিকে এদিন সিবিআই দফতরে আসার সময় দেখা যায় তাঁর হাতে একটি ফাইল রয়েছে। সূত্রের খবর, সেই ফাইলে কিছু নথিপত্র ছিল। সেই নথিগুলি দেখতে চেয়েছিল সিবিআই। সেগুলোও যাচাই করছে সিবিআই। এদিকে তাঁর বক্তব্যের মধ্যে কোনও অসংগতি রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এদিন গোটা জেরা পর্ব ভিডিওগ্রাফিও করা হয়। পাশাপাশি সূত্রের খবর, মেয়ের চাকরি পেছনের দরজা দিয়ে আদায় করার পেছনে কাদের ভূমিকা ছিল সেটাও জানার চেষ্টা করছে সিবিআই। এদিকে শুক্রবারও টানা সাড়ে ৯ ঘণ্টা সিবিআই জেরার মুখে পড়েছিলেন তিনি। ফের এদিন তাঁকে ডেকে পাঠানো হয়। দফায় দফায় প্রশ্ন করা হয় তাঁকে। প্রসঙ্গত ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে এসেছিলেন পরেশ অধিকারী। আর সেই সময় তাঁর মেয়েরও চাকরি হয়ে যায়। কিন্তু সেটা পেছনের দরজা দিয়ে, অন্যকে বঞ্চিত করে আদায় করা হয়েছিল বলে অভিযোগ। আদালতের নির্দেশে সেই অভিযোগেরই তদন্ত করছে সিবিআই। আর তার জেরেই মন্ত্রীকে ডেকে পাঠানো হচ্ছে বার বার।