অভিষেক আচার্য, কল্যাণী – রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সম্প্রতি জারি করা নির্দেশিকা অনুসারে বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীনভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এই প্রেক্ষিতে রবিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির অনলাইনে সভা হয়। এই সভায় সিদ্ধান্ত হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতকস্তরের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ব্লেন্ডেড মোডে হবে। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের লিখিত পরীক্ষা অনলাইনে দিতে হবে এবং প্রাকটিক্যাল পরীক্ষা হবে অফলাইনে। কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা অনলাইনে পরীক্ষার দাবী নিয়ে অবস্থান বিক্ষোভ করে। তারা উপাচার্য ডঃ মানস কুমার স্যানালের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিও জানায়।
সেই সময় উপাচার্য জানান, এই বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। সেই মোতাবেক রবিবার কর্মসমিতির সভা হয় এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা দু-একদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পরীক্ষাগুলি কি পদ্ধতিতে হবে তা বিভাগগুলি ঠিক করবে বলে আলোচনা হয় । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল জানান, উচ্চশিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকার পরিপ্রেক্ষিতে এবং ছাত্র-ছাত্রীদের দাবির গুরুত্ব বিচার করে কর্মসমিতিতে পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ব্লেন্ডেড মোডে পরীক্ষা নেওয়া হবে।