অভিষেক আচার্য, কল্যাণী – বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার এক মহিলা সহ দুই যুবক। বাজেয়াপ্ত কয়েক হাজার টাকা মদ। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণীর রথতলা এলাকায়। কল্যাণী শহরের সীমান্ত, ভুট্টাবাজার, চরসরাটি, রথতলা সহ বেশ কয়েকটি জায়গায় অবৈধভাবে চলে মদ বিক্রি। এর ফলে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয়রা। নষ্ট হয় পরিবেশ। নালিশের পর নালিশ জমা পরে স্থানীয় নেতা থেকে প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে। হাতের নাগালে পেয়েও অনেক সময় শিকল আলগা করতে বাধ্য হন উর্দিধারীরা। কিন্তু এবার মাঠে ময়দানে নেমে বেআইনি কার্যকলাপ বন্ধ করতে বদ্ধপরিকর কল্যাণী থানার অফিসাররা। সেই সুবাদে বেশ কয়েকদিন ধরে সকাল, সন্ধ্যে কল্যাণী শহরের বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। জুয়া, সাট্টা থেকে মদের ঠেক সবেতেই চলছে পুলিশের কড়া নজরদারি। রবিবার ছুটির দিনে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে বেআইনি মদের ঠেক বন্ধ করে কল্যাণী থানার পুলিশ। বেআইনি মদ বিক্রির অভিযোগে এক মহিলা সহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় কয়েক হাজার টাকার মদ। কল্যাণী পুলিশ সূত্রে খবর, আগামী দিনে এই অভিযান কল্যাণী শহর জুড়ে চলবে।