টাইমস বাংলা ডেস্ক, মুম্বাই – এখনও ভারতে সক্রিয় ‘ডি-কোম্পানি’! হাওয়ালা মারফত কোটি কোটি টাকা পৌঁছে যাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে! এহেন পরিস্থিতিতে দাউদের ‘ডান হাত’ ছোটা শাকিলের দুই সাগরেদকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। শুক্রবারই এনআইয়ের বিশেষ আদালতে তোলা হবে ওই দু’জনকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ধৃতদের নাম আরিফ আবু বকর শেখ ও সাব্বির আবু বকর শেখ। অভিযোগ, তারা দু’জনই পশ্চিম মুম্বইয়ের শহরতলিতে ‘ডি-কোম্পানি’র বেআইনি কার্যকলাপ ও সন্ত্রাসে অর্থ মদত দেওয়ার চক্রের সঙ্গে জড়িত। এনআইয়ের এক অফিসার জানাচ্ছেন, ”এই পুরো সিন্ডিকেটই দেশের বাইরে থেকে চালিয়ে যাচ্ছে দাউদ গ্যাং। আমরা ইতিমধ্যেই ২১ জনকে সমন পাঠিয়েছি।” গত সোমবার দাউদ সঙ্গীদের খোঁজে মুম্বইয়ের প্রায় কুড়িটি জায়গায় অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। মুম্বইয়ের সান্টাক্রুজ, নাগপদ, পরেল ও মালাড-সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। তল্লাশি চলাকালীন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সেলিম ফ্রুট নামের এক ব্যক্তিকে মুম্বইয়ের বাড়ি থেকে আটক করেন গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।