রূপম রায়, নদিয়া, টাইমস বাংলা ডেস্ক – তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গৌড়পাড়া চালতাতলা এলাকায় ৷ বছর পঞ্চাশের গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম নারায়ণ দে। এলাকায় তিনি নাড়ু নামে পরিচিত ৷ এলাকায় তিনি দীর্ঘদিনের সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ৷ জানা গিয়েছে, এদিন রাত ন’টা নাগাদ নারায়ণ দে যখন তাঁর বাগান বাড়িতে বসে ছিলেন তখন কয়েক জন দুষ্কৃতী তাঁর বাগান বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । একটি গুলি তাঁর গলায় গিয়ে লাগে । এর পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই তৃণমূল কর্মী । তড়িঘড়ি তাঁকে প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন নারায়ণ দে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে দলীয় কর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে ছুটে যান চাকদহ ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধন বিশ্বাস। কল্যাণীর জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালেও যান তিনি। সেখানেই সাধন বিশ্বাস বলেন, “নারায়ণ দে আমাদের পার্টির একজন সদস্য। তাঁকে গুলি করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। আমরা চাকদহ থেকে কল্যাণীতে নিয়ে এসেছি। দেখা যাক। ডাক্তারবাবুরা দেখছেন। শুনলাম গলায় গুলি লেগেছে। ওর বাড়ির পাশেই একটা বাগান বাড়ি রয়েছে। সেখানেই একটা ঘরে ও ছিল। আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। এই ঘটনায় দুষ্কৃতীরা করেছে।”