টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – আজ ২৫ বৈশাখ । আপামোর বাঙালির কাছে এই দিনটা অত্যন্ত গর্বের, বিশেষ একটি দিন । এদিনেই বাংলার মাটিতে জন্ম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। এবছর তাঁর ১৬১ তম জন্মদিন । কবিগুরুর জন্মজয়ন্তী রাজ্যজুড়ে পালিত হচ্ছে । আজ দিনভর তাঁর লেখা কবিতা, গানে, গল্পে ও নাচে কবি স্মরণের অনুষ্ঠান হবে । শুধু এ রাজ্য নয়, দেশ-বিদেশেও পালন করা হচ্ছে কবিগুরুর জন্মদিন। কারণ, তিনি যে ‘বিশ্বকবি’ । ১২৬৮ সালের ২৫ শে বৈশাখের পূণ্য লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ । বিশ্বসাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা তিনি । তাঁর জন্মজয়ন্তীকে কেন্দ্র করে জায়গায় জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয় । জোড়াসাঁকো, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতনে চলে রবি স্মরণ । স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২৫ বৈশাখ উদযাপন করা হয় । তবে, এবছর গরমের ছুটি পড়ে যাওয়া স্কুলগুলিতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন হবে না । তাই স্বাভাবিকভাবেই মন খারাপ স্কুল পড়ুয়াদের । বাংলা তথা ভারতীয় সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অসামান্য । শুধু সাহিত্য ও সংস্কৃতিই নয়, দর্শন, পরাধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও পথিকৃৎ ছিলেন তিনি । রবীন্দ্রনাথ একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী,, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সংগীতশিল্পী । বাঙালির মননে উদিত রবির মতোই চিরস্মরণীয় হয়ে থাকবেন ।