টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – সুতপা খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বহরমপুরের কলেজ ছাত্রী সুতপাকে প্রকাশ্যে খুন করার অভিযোগ উঠেছে ‘প্রেমিক’ সুশান্তের বিরুদ্ধে। তাকে জেরা করছেন তদন্তকারীরা। সূত্রে খবর, সুশান্ত নাকি IPS হওয়ার স্বপ্ন দেখেছিল। প্রতিষ্ঠিত হলে বাড়ি থেকে সম্পর্কটা মেনে নেবে, মনে করেছিল সে। তদন্তকারীদের একাংশের কথায়, সুশান্ত ছেলেবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিল। উচ্চ মাধ্যমিকে তাঁর প্রতিটি বিষয়েই ছিল লেটার মার্কস। সুজাতার বাড়ির থেকে সুশান্ত সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি। এরপরেই IPS হওয়ার স্বপ্ন দেখেছিল সুশান্ত, জানা যাচ্ছে এমনটাই। সেক্ষেত্রে নিজে প্রতিষ্ঠিত হলে সম্পর্কও বেঁচে যাবে, মনে করছিল এই যুবক। আর সিভিস সার্ভিসের প্রস্তুতি নিতেই সে নাকি পাটনায় যায়। যদিও IPS হতে চাওয়ার এই তথ্য কতটা সত্যি তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সুশান্ত মধ্যবিত্ত পরিবারের বলেই কি সম্পর্কে চিড় ধরেছিল? পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে যাবতীয় অঙ্গিক। সুতপার পরিবারের দাবি ছিল, সুশান্ত নানা ভাবে তাঁদের মেয়েকে বিরক্ত করত। বারবার ফোন বদল করেও সুতপা রক্ষা পায়নি। কোনও না কোনওভাবে সুশান্ত সুতপার নম্বর জোগাড় করে তাঁকে বিরক্ত করত। অন্যদিকে, সুশান্তর পিসি সম্প্রতি দাবি করেছেন, “আমার ছেলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল। ও ভালো হয়ে গিয়েছিল। কিন্তু, ওই মেয়েটা ওকে যখন তখন ডেকে নিত। ফোন করে ওকে দেখা করতে বলত। তিনি আরও বলেন, “একবার ক্লাবের ছেলে ডেকে ওকে মার খাওয়াল। কে জানে অভিমানী ছেলেটার হয়তো সেই রাগ ছিল মনের মধ্যে। ও এই সব থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। শেষমেশ পারল না।” মেস থেকে সুতপাকে ডেকে এনে ছুরি দিয়ে খুন করার অভিযোগ উঠেছে সুশান্তর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।