টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – আজ মাতৃদিবস। এই দিনে সন্তানরা মাকে নিজের মন থেকে ভালোবাসার বার্তা দিয়ে থাকেন। এটাই এখন ট্রেন্ড। ছোটবেলার কথা থেকে স্মৃতি এই দিনে শেয়ার করেন সন্তানরা। এবার এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল রাজ্য পুলিশ। এই বিশেষ দিনে মায়েদের কাছে সন্তানদের মনের কথা পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা করল রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, কর্মসূত্রে মায়েদের থেকে অনেক সন্তান দূরে থাকেন। কিন্তু বার্তা দিতে চান আজকের দিনে। অথচ যোগাযোগ করে উঠতে পারছেন না। পরস্পরের বার্তা শুনতে চান। ফোনেও যোগাযোগ করতে পারছেন না। আর এতটাই দূরে থাকেন যে ছুটে মায়ের কাছে যেতেও পারছেন না। এই পরিস্থিতিতে মা–সন্তানের যোগাযোগের দায়িত্ব নিল রাজ্য পুলিশ।
মাতৃ দিবস উপলক্ষে আপনার মাকে শুভেচ্ছা জানাতে চান কিন্তু তিনি আপনার সাথে নেই বা যোগাযোগ করতে পারছেন না? আমরা সাহায্য করার চেষ্টা করতে পারি
যদি তিনি পঃবঃ পুলিশ এলাকার অধীনে থাকেন তবে তার বিশদ আমাদের ইনবক্সে জানান। আপনার ভালবাসা ও শুভেচ্ছা, ওনার কাছে পৌঁছে দেব আমরা#MothersDayWBP pic.twitter.com/coUXEoZPAm
— West Bengal Police (@WBPolice) May 8, 2022
রবিবার নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেছে তারা লিখেছে, ‘আমি তোমাকে ভালবাসি।’ মায়েদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উপায়ও উল্লেখ করেছে তারা সেখানে। রাজ্য পুলিশের টুইটারে লিখেছে, ‘মাতৃদিবস উপলক্ষ্যে আপনার মাকে শুভেচ্ছা জানাতে চান। কিন্তু তিনি আপনার সঙ্গে নেই বা যোগাযোগ করতে পারছেন না? আমরা সাহায্য করার চেষ্টা করতে পারি। যদি তিনি (মা) পঃবঃ পুলিশ এলাকার অধীনে থাকেন তবে তার বিশদ আমাদের ইনবক্সে জানান। আপনার ভালবাসা ও শুভেচ্ছা, ওনার কাছে পৌঁছে দেব আমরা।’