রূপম রায়, নদিয়া, টাইমস বাংলা ডেস্ক – বাড়িতে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। নৃশংস ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়ার রানিনগরে। গতকাল রাতে গৃহকর্তা দমন রাজোয়ার, তাঁর স্ত্রী ও মেয়ের দেহ উদ্ধার করা হয়েছে। প্রণয়ঘটিত কারণে খুন করা হয়েছে বলে প্রাথমিক ধারণা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
সোমবার রাত ১১টায় নদিয়ার পলাশিপাড়ার রানিনগরের তুতবাগানে দমন রাজোয়ার(৫৫), স্ত্রী সুমিত্রা রাজোয়ার (৫০) এবং দম্পতির বিবাহিত মেয়ে মালা রাজোয়ারের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সকলের গলার নলি কেটে খুন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে তাঁদের ঘরে ঢুকে এলোপাথাড়ি কোপাতে থাকে একদল দুষ্কৃতী। তাঁরা চিৎকার করলে স্থানীয়রা চলে আসেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঠিক কী কারণে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণে এই খুন। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পলাশিপাড়া থানার পুলিশ।