টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – ক্ষুব্ধ মোহনবাগান ক্লাবের সদস্যরা, ক্লাবের গেটে ও ম্যাচ চলাকালীন গ্যালারিতে পড়ল পোষ্টার। ভোট নিয়ে অস্বচ্ছতা, ইলেকশন না হয়ে হল সিলেকশন, কাউকে উচ্চপর্যায়ের চাপে প্যানেল দিতে না দেওয়ার প্রতিবাদে মাঠে এবং ক্লাবের গেটে পোষ্টার লাগিয়ে দিলেন সদস্যরা। সদস্যদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে বর্তমান কমিটির জোর করে ক্ষমতা দখল মেনে নিচ্ছেন না সদস্যরা।
উল্লেখ্য, বুধবার কার্যকরী কমিটির বৈঠকের পর সাংবাদিক বৈঠকেই সভার মতবিরোধের ছবি ফুটে ওঠে। এদিন বৈঠকের পর মাঠ সচিব তন্ময় চট্টোপাধ্যায় পদত্যাগ করেন এবং তাঁর জায়গায় মাঠ সবিচ হিসাবে পিন্টু বিশ্বাসের নাম মনোনীত করা হয়। তাঁর মনোনয়ন ঘিরেই বিবাদ বাঁধে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং ফুটবল সচিব তথা মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। পিন্টু বিশ্বাসের মনোনয়নকে একেবারেই সমর্থন জানাননি বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি আপত্তি জানাতেই তাঁকে থামিয়ে দেন সচিব। পরিস্থিতি সামাল দেন সহ-সভাপতি কুনাল ঘোষ। যদিও এই নিয়ে পরে আলোচনা হবে বলে জানান দেবাশিস। তবে এই দিনের বৈঠকের পরেও স্থির হয়নি মোহনবাগান সভাপতির নাম। নতুন সভাপতির নাম শোনার জন্য সমর্থকরা অধীর আগ্রহে ছিলেন। সভাপতি ছাড়াই চলছে মোহনবাগানের মতো এত বড় মাপের ক্লাব! এখন দেখার মোহনবাগান ক্লাব কবে সভাপতির নাম জানায়।