সঞ্জয় কাপড়ি, পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পুলিশের বড়সড় সাফল্য। ২ দুস্কৃতিকে কোলাঘাটের হলদিয়া মোড় থেকে পাকড়াও করে নিজেদের হেপাজতে নিল পুলিশ। জানা গেছে, ধৃত রাজা হালদারের বাড়ি বারুইপুরে। লাল্টু হালদারের বাড়ি কুলপি থানার অন্তর্গত। এদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাত আট জনের একটি দল পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় প্রতারিত করত সাধারণ মানুষকে। মহিলাদের টার্গেট করত তারা। কোনো এক মহিলার সামনে গিয়ে বলত সেই মহিলা কোনো টাকা কুড়িয়ে পেয়েছে কিনা। এরপর আরেকজন এসে সেই টাকার ব্যাগ পাওয়া গেছে কিনা জিজ্ঞাসা করত। এরপর সেই টাকার মালিকানা নেই বলে টাকা ভাগাভাগির করার প্রস্তাব দেওয়া হত। এরপর সোনার গয়নার বিনিময়ে সেই টাকা ভর্তি ব্যাগ টার্গেট করা মহিলাকে দিয়ে দিত। কিন্তূ ব্যাগ খুললেই বোকা বনে যেতেন মহিলারা। কয়েকটি আসল নোট থাকলেও বাকি টাকার বদলে থাকত কাগজ। এই ভাবেই প্রতারনার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা প্রতারনা করছে পূর্ব মেদিনীপুর সহ দুই ২৪ পরগনা, কোলকাতা সহ একাধিক জেলায়। গতকাল কোলাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হলদিয়া মোড় থেকে ২ জনকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে আগেই খবর ছিল হলদিয়া মোড়ে এরকম প্রতারনার ফাঁদ ফেলবে। আর কোলাঘাট থানার পুলিশ এই ২ জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি, ১ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা, একটি ছুরি এবং লোহার রড উদ্ধার করে পুলিশ। রবিবার কোলাঘাট থানায় একটি সাংবাদিক বৈঠক করেন কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা ও এস ডি পি ও তমলুক সাকিব আহমেদ। তিনি জানান, এদের ৭-৮ জনের এদের গ্যাং রয়েছে। বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।