টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – নারদ মামলায় আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র। শনিবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিতে আসার সময় শোভনের সঙ্গে ছিলেন তাঁর ছায়াসঙ্গীনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন অভিযুক্তদের আইনজীবীরা আদালতে একাধিক প্রশ্ন তুলেছেন। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১১ জুলাই। এদিন আদালতে আলাদা আলাদাভাবে হাজিরা দিতে আসেন নারদমামলায় ৩ অভিযুক্ত। তবে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি কেউই। রসিকতা করে মদন মিত্র বলেন, ‘প্রেমে পড়া বারণ আর মুখ খোলা বারণ।’ তবে আদালতে অভিযুক্তের আইনজীবীরা বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন। আদালতকে তাঁরা জানান, আদালতের কাছে সম্ভবত তথ্যপ্রমাণের আসল নথি নেই। তাই অভিযোগ খতিয়ে দেখতে পারছেন না। আরেক অভিযুক্ত IPS SMH মির্জার আইনজীবী প্রশ্ন করেন ১৩ জনের নামে FIR হলেও চার্জশিটে ৫ জনের নাম কেন? যাতে স্পষ্ট ইঙ্গিত শুভেন্দু অধিকারীসহ অন্যদের দিকে।
নারদকাণ্ডে গত বছর মে মাসে গ্রেফতার হয়েছিলেন ৫ জন অভিযুক্ত। তদন্তে ফিরহাদ, শোভন, মদন, সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। এর মধ্যে সুব্রতবাবুর প্রয়াণ হয়েছে।