টাইমস বাংলা ডেস্ক, দিল্লী – দিল্লির প্রকাশ্য রাস্তায় এনকাউন্টার। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পালটা পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে গুলিতে জখম হয়েছে এক দুষ্কৃতী। তাকে ভরতি করা হয়েছে হাসপাতালে। পলাতক ৪ জন। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দিল্লির চিত্তরঞ্জন পার্কের কাছে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এনকাউন্টারের পর এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুক্রবার সকালে দক্ষিণ দিল্লির অভিজাত এলাকা চিত্তরঞ্জন পার্ক কেঁপে ওঠে গুলির শব্দে। রাস্তার মাঝে পুলিশ-দুষ্কৃতীদের সংঘর্ষ শুরু হয়। একজনের পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দুষ্কৃতীদলে আরও কয়েকজন ছিলেন। বাকিরা পলাতক। তাদের খোঁজে চলছে জোরদার তল্লাশি। অকুস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। আশেপাশের বাসিন্দাদের আশ্বস্ত করা হয়েছে। দিল্লির পুলিশের এক সিনিয়র অফিসার জানিয়েছে, জখম দুষ্কৃতীর নাম সংগ্রাম। দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরি, ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। পুলিশ জানতে পারে, এসবের পিছনে মূল মাথা সংগ্রাম নামের ওই দুষ্কৃতী। তাই তাকে নাগালে পেতে পুলিশের অভিযান চলছিল। শুক্রবার সকালে চিত্তরঞ্জন পার্ক এলাকায় সংগ্রাম ও তার দলবদল ঘোরাফেরা করছে, টের পেয়ে পুলিশের একটি বাহিনী সেখানে যায়। দুষ্কৃতীদের হাতেনাতে ধরে ফেলে আত্মসমর্পণ করার কথা বলেন পুলিশ অফিসাররা। কিন্তু সংগ্রাম আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে বলে অভিযোগ। পালটা পুলিশও গুলি চালায়। তাতে জখম হয়েছে সংগ্রাম।