টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিনেত্রী অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন। এছাড়াও বেড়ে গেছে তার রক্তে শর্করার পরিমাণ। অভিনেত্রীর মেয়ে মিমি ভট্টাচার্য কলকাতার সংবাদমাধ্যমকে বলেন, কোভিডের জন্য এত দিন মাকে হাসপাতালে এনে ঠিক মতো পরীক্ষা করা যায়নি। কিন্তু হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও জানা গেছে, আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। কেন তিনি দুর্বল এবং অসুস্থ বোধ করছেন জানতে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সে গুলি করানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট দেখেই চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।