টাইমস বাংলা ডেস্ক – অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র তৈরির জন্য রাজ্য সরকারের কাছে জমি চাইলেন চিকিৎসক দেবী শেঠি। বৃহস্পতিবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এই প্রস্তাব দিয়েছেন তিনি। একইসঙ্গে ছোট ছোট মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক। করোনা পরিস্থিতির মধ্যেও ব্রেন ডেথ হয়ে যাওয়া ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপন করে নজির গড়েছিলেন চিকিৎসকরা। এবার সেই প্রসঙ্গকে তুলে ধরে রাজ্য সরকারের কাছে জমি চাইলেন চিকিৎসক দেবী শেঠী। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিশিষ্ট এই চিকিৎসক জানান, ‘রাজ্যে অন্তত এক হাজার নার্সিং কলেজ তৈরি করতে হবে। কলেজে পড়ে নার্স হওয়া যায় না। নার্স হতে গেলে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। রোগীকে সর্বক্ষণ পরিষেবা দেওয়ার মতো নার্স তৈরি করতে হবে।’ চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে চিন্তাভাবনা বদলের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি। তাঁর মতে, ‘ছোট ছোট মেডিক্যাল কলেজ তৈরি করতে হবে, যেখানে ১০০ থেকে ১৫০ জন ছাত্র পড়াশোনা করতে পারে। এর ফলে প্রচুর সংখ্যায় সারা দেশে চিকিৎসক তৈরি করা যাবে ও টাকাও কম লাগবে। চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য চিন্তাভাবনার বদল আনা প্রয়োজন।’ একইসঙ্গে চিকিৎসক জানান, রাজ্যে ১ হাজার, দেড় হাজার শয্যার হাসপাতাল রয়েছে। কিন্তু সেই অনুপাতে চিকিৎসক নেই। দেশে এখন কর্মরত চিকিৎসকদের সংখ্যা রয়েছে ১০ লাখ। এই সংখ্যাটা বাড়ানো প্রয়োজন।