রূপম রায়, নদিয়া, টাইমস বাংলা ডেস্ক – ফেসবুক লাইভে আত্মঘাতী হলেন এক প্রবাসী শ্রমিক। নিহত যুবকের নাম রবি বিশ্বাস (২১)। মঙ্গলবার রাত ৮টা নাগাদ শান্তিপুর থানার মোড় এলাকায় নিজের বাড়িতে আত্মঘাতী হন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের তরফে জানানো হয়েছে, ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন রবি। দিন সাতেক আগে বাড়ি ফিরেছিলেন তিনি। মঙ্গলবার রাত ৮টা নাগাদ নিজের ঘরে ফেসবুক লাইভ অন করে গলায় ফাঁস দেন তিনি। রাত ৯টা নাগাদ পরিবারের সদস্যরা ফিরে তাঁকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে। এখনো পর্যন্ত তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃতের এক আত্মীয় জানিয়েছেন, রবি ভিনরাজ্যে কাজে যেতেই তাঁর স্ত্রী বাপের বাড়িতে চলে যান। সম্প্রতি যুবক বাড়ি ফিরলেও স্ত্রী আর শ্বশুরবাড়ি ফেরেননি। এদিন স্বামীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়ি আসেন তিনি। আত্মহত্যার পিছনে দাম্পত্য কলহ থাকতে পারে বলে অনুমান তাঁর। যদিও এই নিয়ে মৃতের স্ত্রী রূপালি বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে তারা। যুবকের মৃত্যুর কারণ জানতে তাঁর পরিবারের সদস্যদের জেরা করা হচ্ছে। কাজের জায়গায় কোনও বিবাদের জেরে যুবক আত্মঘাতী হয়েছেন কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যুবকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।