টাইমস বাংলা ডেস্ক, বীরভূম – সিবিআই বগটুই কাণ্ডের তদন্তভার নেওয়ার পরেই একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। ইতিমধ্যেই একের পর এক তৃণমূল নেতার নাম জড়িয়েছে এই হত্যাকাণ্ডে। এবার এই হত্যাকাণ্ডের সঙ্গে উঠে আসছে তৃণমূল বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম। এই ঘটনায় তাঁর জড়িত থাকার বিস্ফোরক দাবি করেছেন বগটুই কাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখ। ফলে স্বাভাবিকভাবেই প্রত্যক্ষদর্শীর এই দাবিতে ব্যাপক অস্বস্তিতে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সিবিআই একের পর এক বহু প্রশাসনিক আধিকারিক এবং তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করেছে। সেক্ষেত্রে ডেপুটি স্পিকারের নাম জড়ানোই তাঁকেও কি জিজ্ঞাসাবাদ করা হবে? সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। মিহিলাল শেখ দাবি করেছেন, ‘আশিস বন্দোপাধ্যায় আনারুলকে দিয়ে এসব কাণ্ড ঘটিয়েছেন। উনিই আনারুলকে ব্লক সভাপতি করেছেন। তিনি আনারুলকে গাইড করছেন। কাউকে যেন না ছাড়া হয়।’ মিহিলালের স্পষ্ট দাবি, ‘আশিস বন্দ্যোপাধ্যায় আমাদের ওপর অত্যাচার করছে। যারা পুড়িয়ে মেরেছে তারা জেলে থেকেও সমস্ত রকমের সুযোগ সুবিধা পাচ্ছে। বিয়ার খাচ্ছে, বাইরের খাবার পাচ্ছে। আর এসব করছে আশিস বন্দ্যোপাধ্যায়।’ প্রসঙ্গত, এই কাণ্ডের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সম্প্রতি আনারুলকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের পরেই আনারুলকে সরিয়ে দেওয়ার জন্য আমি আশিসকে বলেছিলাম।’ ফলে দুটি সূত্র থেকে ডেপুটি স্পিকারের নাম উঠে আসায় স্বাভাবিক ভাবেই তিনি অস্বস্তিতে। মিহিলালের এই দাবিকে অবশ্যই মানতে রাজি নন ডেপুটি স্পিকার। তিনি বলেন, ‘এক মাস হয়ে গেল তারপর এখন এই ঘটনায় আমার নাম জড়ানো হচ্ছে। আমার মনে হয় এইসব পুরোপুরি মিথ্যা, শেখানো কথা। প্রমাণ থাকলে আমি নির্বাসন নেব।’