টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – প্রচণ্ড দাবদাহের মধ্যে খুশির খবর। রাজ্যের একাধিক জেলার ওপর দিয়ে কিছুক্ষণের মধ্যে বয়ে যেতে চলেছে কালবৈশাখী। যার জেরে সাময়িক স্বস্তি ফিরবে জনজীবনে। এর মধ্যে বেশ কিছু এলাকায় টর্নেডো ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ – ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ ও ওড়িশা সীমানা বরাবর তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। যার জেরে ইতিমধ্যে কালবৈশাখীর ঝড় উঠেছে পুরুলিয়ায়। কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের একাংশের ওপর দিয়ে। কপাল ভালো থাকলে সন্ধ্যায় কালবৈশাখী আঘাত হানতে পারে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে। তবে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ঝড়বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও স্থানীয় টর্নেডোর আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়া বিকেলে দার্জিলিং পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।