রূপম রায়, নদিয়া, টাইমস বাংলা ডেস্ক – দরজা খুলতেই চোখে পড়ল মেঝেতে পড়ে চাপ চাপ রক্ত। নিজের মাথায় নিজেই গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি নদিয়ার হরিণঘাটার বিরোহী এলাকার। মৃত যুবক হরিণঘাটা বিরোহীর রায় পরিবারের ছেলে বলে খবর। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পার্থেশ রায়। আগামী ২২ শে এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিন ঠিক হয়েছিল। তাঁর বিয়ের তোড়জোড়ও চলছিল বাড়িতে জোরকদমে। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। বিরোহী বাজারে রায় পরিবারের নিজেদের বাড়িতে দোতলার একটি ঘরে স্থানীয় ব্যক্তিরা গুলির শব্দ পেয়ে ছুটে যায়। সেখানে যেতেই দেখা যায়, বাড়ির এক সদস্য নিজের গলার নিচে গুলি করে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। এক একে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা এবং রায় পরিবারের সদস্যরা। কিন্তু কেন এই মর্মান্তিক মৃত্যু প্রশ্ন জেগেছে স্থানীয়দের মনে। বিয়ের কয়েকদিন আগেই কেন এই পদক্ষেপ? ভেবেই পাচ্ছেন না পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় হরিণঘাটা থানায়। ঘটনাস্থলে আসে হরিণঘাটা থানার মোহনপুর তদন্ত কেন্দ্রের পুলিস। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল। এরপর মৃতদেহের পাশ থেকে একটি রাইফেল উদ্ধার করে পুলিস। এই মৃত্যুর কারণ কী তার তদন্তে হরিণঘাটা থানা।