টাইমস বাংলা ডেস্ক, উত্তরবঙ্গ – কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহারের তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়া। ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। নববর্ষে ঘরবাড়ি হারালেন বহু গ্রামবাসী। ভাঙল বহু গাছপালা। তার ফলে এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর এক নম্বর গ্রামপঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়ায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে। প্রায় ১০ মিনিট একই আবহাওয়া জারি থাকে। আর তার জেরে প্রায় লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। একের পর এক বাড়ির টিনের চাল উড়ে যায়। আবার কোনও কোনও বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবে কমপক্ষে একশোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক গাছ রাস্তার উপর উপড়ে গিয়েছে। আপাতত আলিপুরদুয়ারের বারোবিশা-কোচবিহারের রামপুর রাজ্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ যানচলাচল। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর থেকেই তৎপর প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকাজ। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। বর্ষশেষের দিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতায় বিকেলের দিকে আকাশ মেঘলা করলেও বৃষ্টি হয়নি। সেখানে দিনভর গরমে পুড়তে হয়েছে শহরবাসীকে। বাংলা নববর্ষের দিন উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি শনি ও রবিবার কলকাতা-সহ দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।