টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – হাঁসখালি কাণ্ডে তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এল আরও একটি মোবাইল ফোন। সেই সঙ্গে অভিযুক্তের বাড়ির মেঝেতে মিলল রক্তের দাগ, বিছানার চাদরে পাওয়া গেল বীর্যের দাগ। সিবিআই আধিকারিকরা অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনটি কার, তদন্তকারীরা তা খতিয়ে দেখছে। বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে বাড়ি সিল করে দেন সিবিআইয়ের প্রতিনিধিরা। শুক্রবার সকালে ফের তাঁরা ঘরে ঢোকেন। তল্লাশি চালানোর সময়ে বাড়ির পিছন থেকে একটি কি প্যাড মোবাইল ফোন পাওয়া গিয়েছে। কার মোবাইল সেটা তা জানার চেষ্টা করা হচ্ছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে যখন সিবিআইয়ের প্রতিনিধিরা তল্লাশি চালিয়ে বেরিয়ে যান, তখন তাঁদের সঙ্গে অভিযুক্তের বাড়ির আত্মীয়, প্রতিবেশিদের দেখা হয়। সিবিআইয়ের ডিআইজিকে তাঁরা অভিযুক্ত ও তাঁর বাবার বিরুদ্ধে নালিশ করেছিলেন। অভিযুক্তের বাবা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার বিকেলেই ফরেনসিক টিম অভিযুক্তের বাড়িতে গিয়েছিল। সেই সময় বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে ঢোকেন তদন্তকারীরা। সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, মূল অভিযুক্ত ও তার বন্ধুরা মিলে নিয়মিত মদ্যপান করতেন। ঘটনার দিন রাতেও মদ্যপান করেছিলেন তারা। এর আগে সিবিআইয়ের প্রতিনিধিরা নির্যাতিতার বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার বাড়ি থেকে তার পরিহিত জামার টুকরো সংগ্রহ করা হয়। পাশাপাশি অভিযুক্তের জামার টুকরোর নমুনাও সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে নির্যাতিতার পরিবার থেকে রক্তমাখা চাদরের টুকরোর নমুনাও সংগ্রহ করা হয়।