টাইমস বাংলা ডেস্ক, আসানসোল – আসানসোলে দিনের শুরু থেকেই একাধিক অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর বিরুদ্ধেও পালটা বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিংসার বাতাবরণ দেখা গেল সেখানে। বারাবনি এলাকার বুথ পরিদর্শনে যেতেই অগ্নিমিত্রা পলের গাড়ি ঘিরে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বেশ কিছুক্ষণ ধরে এ চলে হাতাহাতি, সংঘর্ষ। অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। যদিও অশান্তির অভিযোগ এড়িয়ে আসানসোলের তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার দাবি, ‘ভাল ভোট হচ্ছে।’ গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। সকাল থেকে আসানসোলের বিভিন্ন বুথে বুথে ঘুরে ভোট পরিস্থিতি দেখছেন অগ্নিমিত্রা পল। পাণ্ডবেশ্বর, অণ্ডালের নানা বুথ থেকে তিনি একাধিক অভিযোগ তুলেছেন। কোথাও ভোটারদের বাধা দেওয়া, কোথাও আবার বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার মত অভিযোগে দিনের শুরু থেকেই সরব তিনি। তবে এবার বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়লেন তিনি। জানা গিয়েছে, বারাবনির লালগঞ্জে বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। এরপরই তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী। ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অগ্নিমিত্রা পল গাড়িতে ওঠার সময় ফের শুরু হয় বচসা। এরপর অগ্নিমিত্রার গাড়িতে হামলা করা হয়। মারধর করা হয় বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীদের লাঠি-বাঁশ নিয়ে হামলা। কাঠগড়ায় তৃণমূল। অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন। পাশাপাশি, পুলিশ কমিশনারকে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।