টাইমস বাংলা ডেস্ক, উত্তরবঙ্গ – প্রবল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হল উত্তর দিনাজপুর জেলা ও লাগোয়া বিহার ও বাংলাদেশের একাংশে। রবিবার দুপুরে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে ভেঙেছে বহু বাড়ির চাল। নষ্ট হয়ে গিয়ে বিস্তীর্ণ এলাকার ক্ষেতের ফসল। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার দুপুর ২টো নাগাদ। আকাশ কালো করে ঝড় ওঠে। এর পর শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। ক্রিকেট বলের আকারের এক একটি শিল পড়ে। প্রায় ২০ মিনিট চলে তাণ্ডব। তাণ্ডব থামলে দেখা যায় ইলসামপুর ব্লকের মজুমদার পাড়া, শুকনাভিটা, দাড়িভিট সহ বেশ কয়েকটি গ্রাম ততক্ষণে ঢেকেছে শিলার চাদরে। বহু বাড়ির চাল ভেঙে গিয়েছে। ক্ষেতের ফসল মিশে গিয়েছে মাটিতে। বড় গাছগুলির ডাল ভেঙে পড়ে রয়েছে নীচে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শিলাবৃষ্টি শুরু হয়েছে বুঝে ঘরের ভিতরে আশ্রয় নিই। এর পর টিনের চালা ভেদ ঘরের ভিতরে শিলা পড়তে শুরু হয়। তখন আর যাওয়ার কোনও জায়গা ছিল না।
এলাকার বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। রাতটুকু কী করে কাটবে তা বুঝতে পারছেন না বাসিন্দারা।