টাইমস বাংলা ডেস্ক, ঝাড়গ্রাম – ফের মাওবাদী আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে। এসবের মধ্যেই আগামীকাল অর্থাৎ ৮ই এপ্রিল বাংলা বনধের ডাক দিয়ে বড়সর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় এনিয়ে পোস্টারও পড়েছে। বাঁকুড়া ও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় লাল কালিতে লেখা পোস্টার পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে সেই পোস্টারে। লেখা হয়েছে, রাজ্য সরকারের দুর্নীতির ক্রিমিনালদের স্পেশাল হোম গার্ডের চাকরি কেন দেওয়া হল? তারই প্রতিবাদে ৮ই এপ্রিল বাংলা বনধ পালনের ডাক দেওয়া হয়েছে। পোস্টারের নীচে লেখা হয়েছে, বনধ না মানলে মৃত্যুদণ্ড। সিপিআই মাওবাদী লেখা সেই পোস্টার জঙ্গলমহলের বিভিন্ন জায়গা থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি বেলপাহাড়িতে একটি ল্যান্ডমাইন উদ্ধারের খবরকে কেন্দ্র করেও চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ঝাড়গ্রামের সীমানা লাগোয়া রাইপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা একটা সময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল। পরবর্তী সময় তাদের দাপট কমে। তবে ফের সেই এলাকায় মাওবাদী লেখা পোস্টারকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে।