টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – থানায় আইসির ঘরে ঢুকে তাঁকে ধমকানোর অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। দলের তরফে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি শুভেন্দুবাবু। কুণালের অভিযোগ, গত ২৮ মার্চ রবীন্দ্র সরোবর থানার আইসির ঘরে ঢুকে তাঁকে হুমকি দেন শুভেন্দুবাবু। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলে একাধিক আইসিকে বদলি করার হুমকি দেন তিনি। বালিগঞ্জ উপনির্বাচনের আগে যা নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে রাজনীতি। শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়ে কমিশনকে ২ পাতার চিঠি দিয়েছেন কুণাল। কিন্তু তৃণমূলের চিঠিতে প্রশ্ন উঠছে, শুভেন্দু আইসিকে হুমকি দিয়ে থাকলে পুলিশই তো কমিশনকে অভিযোগ জানাতে পারত। কেন তৃণমূলকে কমিশনের হয়ে অভিযোগ জানাতে হচ্ছে? তবে কি সাধারণ একটি ঘটনাকে ভোটের আগে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার চেষ্টা করছে তারা? না কি শুভেন্দুকে চাপে রাখতে তাদের এই পদক্ষেপ?