টাইমস বাংলা ডেস্ক, হুগলি – চন্দননগর সিপিআইএম নেতাকে এক মহিলা নগ্ন অবস্থায় ফোন করলেন। ফেসবুকের ম্যাসেঞ্জারে কল করা হয়েছিল। অচেনা নম্বর হলেও ফোনটি ধরেন সিপিআইএম নেতা। তখনই ভেসে ওঠে মোবাইল স্ক্রিনে নগ্ন মহিলার দেহ। পরনে অন্তর্বাসও ছিল না বলে অভিযোগ। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় ওই সিপিআইএম নেতার। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে অচেনা নম্বর থেকে আসা ভিডিও কল, ফাঁদে ফেলার কৌশল। কারণ এই নগ্ন ভিডিও দেখানোর পরেই শুরু হয় ব্ল্যাকমেল। যার শিকার হলেন চন্দননগরের সিপিআইএম নেতা গোপাল শুক্লা। জানা গিয়েছে, রবিবার একটি বৈঠকে যোগ দেন গোপাল শুক্লা। তখন তাঁর ফেসবুক মেসেঞ্জারে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। আর তা ধরতেই মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে। আর তারপরই ব্ল্যাকমেল করার ফাঁদ পাতা হয়। এই ফাঁদ পেতে বদনাম করার ভয় দেখানো হয়। সেই ভয়ে অনেকে টাকা দিতে রাজি হন। কিন্তু সিপিআইএম নেতা গোপাল শুক্লা ভয় না পেয়ে চন্দননগর থানায় যান। তারপর চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। সিপিআইএমের নেতা গোপাল শুক্লা বলেন, ‘পায়েল রেড্ডি নামে একজনের অ্যাকাউন্ট থেকে ফোন আসে। তারপর ব্ল্যাকমেল করা হয়। তড়িঘড়ি ঘটনাটি ফেসবুকে জানিয়ে বন্ধুদের সতর্ক করি। তারপর সাইবার থানায় অভিযোগ দায়ের করি।’ চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম সেলকে এখন থানায় পরিণত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ধরনের অভিযোগ প্রায়ই জমা পড়ছে। বিষয়টি নিয়ে সচেতনও করা হচ্ছে। নগ্ন মহিলা ফোন করে সিপিআইএম নেতাকে ফাঁদে ফেলার চেষ্টা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের করেছেন তিনি। নম্বর ট্র্যাক করা হচ্ছে। অবিলম্বে এই ফাঁদ ধরা হবে। আরও সচেতন করা হবে।