টাইমস বাংলা ডেস্ক, বীরভূম – রামপুরহাট গণহত্যার রাতে আনারুল শেখের নির্দেশেই সোনা শেখের বাড়িতে লাগানো হয়েছিল আগুন। অভিযুক্তদের জেরা করে এব্যাপারে একপ্রকার নিশ্চিত সিবিআই। সূত্রের খবর, সোনা শেখের বাড়িতে আগুন লাগিয়েছিলেন আজাদ শেখ। এই ঘটনায় পুলিশের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, ২১ মার্চ রাতে তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লকের বহিষ্কৃত সভাপতি আনারুল শেখের নির্দেশেই বগটুই গ্রামে আগুন লাগিয়েছিল আজাদ শেখ। রীতিমতো পেট্রোল পাম্প থেকে ডিজেল কিনে এনে আগুন লাগানো হয় সোনা শেখের বাড়িতে। মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত ১৯ জনকে ক্যাম্প অফিসে নিয়ে আসে সিবিআই। সেখানে তাদের মুখোমুখি বসিয়ে জেরা করেন গোয়েন্দারা। তাতে একাধিক নতুন তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এছাড়া এই ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে ১ সাব ইন্সপেক্টর ও ৩ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে জেরা করছে সিবিআই। তাদের কাছে নিষ্ক্রিয় থাকার জন্য কোনও নির্দেশ এসেছিল কি না তা জানার চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে অভিযুক্তদের আঙুলের ছাপের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন গোয়েন্দারা।