টাইমস বাংলা ডেস্ক, দূর্গাপুর – স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রথম থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে। কার্ড থাকা সত্বেও রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে অসংখ্য। ফের স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও হাসপাতালের বিরুদ্ধে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। হাসপাতালে ভর্তি হতে পারলেন না রোগী। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হল। এমনই অভিযোগ উঠেছে দুর্গাপুরে। পথ দুর্ঘটনায় আহত এক রোগীকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করেন রোগী পরিষদের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রোগীর নাম নির্মল মন্ডল (৬০)। তিনি দুর্গাপুরের বাসিন্দা। তার একটি দোকান রয়েছে। শুক্রবার দুপুর একটা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মোটরবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু, সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে। সেখানেও ভর্তি নেওয়া হয়নি। এইভাবে আরও তিনটি হাসপাতালে ঘুরে বেড়ান পরিবারের সদস্যরা। অবস্থা সঙ্কটজনক হওয়া সত্বেও তাকে ভর্তি হতে চাইনি কোন হাসপাতালে। এমনকি তার স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও ফিরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। ১৪ ঘণ্টা ধরে অনেক হাসপাতালে ঘোরাঘুরিরর পর অবশেষে ভোর তিনটে নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির। এরকম মর্মান্তিক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। তারা দুর্গাপুর-লাউদোহা রোড অবরোধ করেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।