দেবাশীষ পাল, মালদা, টাইমস বাংলা ডেস্ক – মালদহে ফের উঠল শিশু ধর্ষণের অভিযোগ। এবার নির্যাতনের শিকার ৪ বছরের একটি শিশু। ঘটনায় মানিকচক থানায় এক নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৭ মার্চ বাড়ির সামনে খেলছিল শিশুটি। তাকে ডেকে ফাঁকা মাঠে নিয়ে যায় ওই নাবালক। এর পর শিশুটিকে যৌন নিগ্রহ ও ধর্ষণ করে সে। শিশুটিকে মাঠে ফেলে পালায় অভিযুক্ত। বেশ কিছুক্ষণ পর মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করে তার মা। বাড়ি এসে মা-কে ঘটনার কথা জানায় সে। ঘটনায় রবিবার রাতে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। তবে এখনো অভিযুক্ত নাবালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই নিয়ে গত ১ সপ্তাহে মালদায় নাবালিকা ধর্ষণের ৩টি ঘটনা ঘটল। গত ২৮ এপ্রিল ইংরেজবাজার থানা এলাকায় দরজা ভেঙে ঘরে ঢুকে নাবালিকাকে হাত পা বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে এক তৃণমূলকর্মী। গত শুক্রবার হরিশ্চন্দ্রপুরে মেলা থেকে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করে ৫ দুষ্কৃতী। এবার মানিকচক থেকেও এল একই ধরণের নির্যাতনের খবর। যাতে মালদা জেলায় নারী ও শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।