টাইমস বাংলা ডেস্ক, আসানসোল – আসানসোলে নিজের প্রচারের দায়িত্ব সামলানো অনুব্রত মণ্ডলকে চিনতে পারবেন না তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এমনই ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায়। যাতে বিজেপির প্রশ্ন, যিনি নিজের প্রচারের দায়িত্বে থাকা দলের নেতাকে চেনেন না তিনি মানুষকে চিনবেন কী করে? শনিবার অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব নিয়ে শত্রুঘ্ন সিনহাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আমাকে এসব কেন জিজ্ঞাসা করছেন? সিবিআই কাউকে ডেকে থাকলে আমি তা নিয়ে কোনও মন্তব্য করব না। সিবিআই ডাকলে ভুল কী আছে? আর উনি কবে আমার প্রচারে ছিলেন?’ একথা শুনে সাংবাদিকরা বুঝতে পারেন অনুব্রতকে চিনতে পারেননি শত্রুঘ্ন সিনহা। তখন তাঁরা বলেন, ‘লাগাতার আপনার প্রচারে লালবাতি নিয়ে ঘুরছেন।’ অপ্রস্তুত হয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘বিষয়টি সম্পর্কে জেনে নিয়ে মন্তব্য করব।’ শত্রুঘ্নর মন্তব্যে বিজেপির কটাক্ষ, দলের সঙ্গে সম্পর্ক নেই এমন সব লোককে লোকসভা – রাজ্যসভায় প্রার্থী করছে তৃণমূল। যার ফলে দলের নেতাদেরই চিনতে পারছেন না তাঁরা। সাধারণ কর্মীদের কী চিনবেন?