টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – ঠাকুরনগরের বারুণি মেলায় যাওয়ার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সেই মতো যাবতীয় আয়োজন করা হয়েছিল। রাজ্যপালের জন্য অপেক্ষাও করছিলেন মতুয়া ভক্তরা। কিন্তু আচমকাই খবর আসে, রাজ্যপাল আসছেন না। এদিকে কেন রাজ্যপাল মতুয়াদের বারুনি মেলায় আসছেন না তানিয়ে নানা চর্চা শুরু হয়ে যায়। তবে পুলিশ সূত্রে খবর বিধাননগর কমিশনারেটের তেঘড়িয়া থেকে ইউ টার্ন নিয়ে রাজ্যপালের গাড়ি ঘুরিয়ে ফেরা হয়। গাড়ি ফিরে যায় রাজভবনের দিকে। বিভিন্ন সূত্রের খবর, সম্ভবত অসুস্থতার জেরেই তিনি মেলায় যোগদান না করে ফিরে যান। তবে কী ধরণের অসুস্থতা তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। মিনিট ৪০ তিনি ঠাকুরবাড়িতে থাকবেন বলে কথা ছিল। কিন্তু আপাতত তাঁর সেই কর্মসূচি বাতিল করা হচ্ছে। তবে কবে তিনি ফের ঠাকুরবাড়ি যাবেন সেব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। ঠাকুরবাড়ি সূত্রে খবর, মতুয়া মহাসঙ্ঘের তরফে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ রক্ষা করতেই শুক্রবার বিকালে মতুয়া মেলার উদ্দ্যেশে রওনা দিয়েছিলেন রাজ্যপাল। কথা ছিল ঠাকুরবাড়ি পরিদর্শনের পাশাপাশি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গেও তিনি দেখা করবেন। এদিকে মতুয়া মহাসঙ্ঘের মেলায় রাজ্যপাল আসবেন এই বার্তাকে কেন্দ্র করে খুশি হয়েছিলেন ভক্তরা। উদ্যোক্তারাও যাবতীয় উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মাঝরাস্তা থেকেই ফিরে গেলেন তিনি।