বিশ্বজিৎ রায়, হাওড়া, টাইমস বাংলা ডেস্ক – দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল ১১ জন। তাদের মধ্যে ৭ জনকে উদ্ধার করা গেলেও ৪ জন এখনো নিখোঁজ। শুক্রবার দুপুরে হাওড়ার উদয়নারায়ণপুরের ঘটনা। জাল ফেলে নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা। পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার উদয়নারায়ণপুরে কালীপুজো উপলক্ষে এসেছিল হাওড়ার শানপুরের যুবকদের একটি দল। দুপুরে তাদের ১১ জন দামোদরে স্নান করতে নামে। হঠাৎই জলের টানে তলিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। কোনওক্রমে উদ্ধার করেন সাত জনকে। কিন্তু ৪ যুবকের খোঁজ এখনো পাওয়া যায়নি। নিখোঁজ যুবকদের খোঁজে তল্লাশিতে নামেন স্থানীয় মৎস্যজীবীরা। জাল ফেলে শুরু হয় তল্লাশি। খবর পেয়ে সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।