টাইমস বাংলা ডেস্ক, উত্তরবঙ্গ – প্রশাসনিক দায়িত্ব থেকে রাজনীতির ময়দান—কেমন করে খেলতে হয় তিনি দেখিয়ে দিয়েছেন। তারপরও তিনি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মেজাজেই ধরা দিলেন দার্জিলিংয়ের সিংমারির রাস্তায়। রাস্তায় দাঁড়িয়ে নিজের হাতে মোমো তৈরি করলেন তিনি। বুঝিয়ে দিলেন, বাংলার মেয়েরা রাঁধে এবং চুলও বাঁধে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন তিনি। তারপর আপন মনে পাহাড়ে হাঁটতে হাঁটতে গান গাইছিলেন। হালকা মেজাজে মুখ্যমন্ত্রীকে দেখে অনেক পর্যটকই এসে নমস্কার করেন। কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আজ তাঁর সফরের শেষ দিন। মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন। এমন সময় দেখেন, পথের ধারে পাহাড়ি রাস্তা দু’জন মহিলা মোমো বানাচ্ছেন। তাঁদের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মোমো তৈরি করা দেখলেন। তারপর ওই মহিলাদের কাছে গিয়ে নিজে হাতে মোমো তৈরি করেন মুখ্যমন্ত্রী। আর তাতেই উচ্ছ্বসিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সকাল থেকেই শৈলশহরের অলিগলিতে হেঁটে বেড়ান মুখ্যমন্ত্রী। পথচলতি মানুষজনের সঙ্গে জনসংযোগ সারেন। সমস্যা জানতে চান। শিশুদের হাতে তুলে দেন চকোলেট। এখানেই কলেজ স্ট্রিটের আদলে দার্জিলিংয়ে কফি হাউস তৈরির কথা তিনি বলেছেন। তাই জায়গাও খুঁজতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। নতুন ওই কফি হাউসের জন্য গানও বাঁধেন। বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বলেন। এমনকী তাঁর চিকিৎসার ব্যবস্থাও করেন। উল্লেখ্য, উত্তরবঙ্গের নানা উন্নয়নের কাজ তিনি সেরে ফেলেছেন। প্রশাসনিক সভা করে বার্তা দিয়েছেন। এমনকী দুর্গাপুজোর জন্য ৮টি গান রেকর্ড করেছেন তিনি। এই গানগুলি শোনা যাবে এবারের দুর্গাপুজোর সময়। রাজনৈতিক বার্তা তিনি দিয়েছেন এখান থেকে। সব মিলিয়ে গোটা দার্জিলিংয়ে তিনি বৃত্তটা তিনি সম্পূর্ণ করে এলেন।