টাইমস বাংলা ডেস্ক, বাঁকুড়া – প্রকাশ্য রাস্তায় মাইক বেঁধে আইসিকে ‘ন্যাংটো করার’ হুমকি দিয়ে আটক বিজেপি নেতা। বৃহস্পতিবার বাঁকুড়ার ছাতনার ঘটনা। ধৃত বিজেপি নেতার নাম জীবন চক্রবর্তী। যদিও বিজেপির দাবি, এই কর্মসূচির সঙ্গে দলের যোগ নেই। বৃহস্পতিবার ছাতনায় পথ অবরোধ কর্মসূচি পালন হচ্ছিল বিজেপির পতাকা নিয়ে। অবরোধ তুলতে আসেন ছাতনা থানার আইসি আশিস জৈন। আবরোধকারীরা তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এর পরই মাইক্রোফোন হাতে আইসিকে নগ্ন করার হুমকি দেন জীবনবাবু। তিনি বলেন, ‘আপনার উর্দিকে আমরা সম্মান করি। আপনি তৃণমূল নেতাদের সঙ্গে ঘুরছেন। ওই উর্দি খুলে ফেলুন। নইলে দুদিন পর আইন অমান্য রয়েছে। তখন প্রকাশ্য রাস্তায় আপনাকে ন্যাংটো করব।’ এর পরই তাঁকে ঘটনাস্থল থেকে আটক করেন পুলিশ আধিকারিকরা। ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি। দলের এক জেলা স্তরের নেতা জানিয়েছেন, বিজেপির কর্মসূচি ওপর থেকে নির্দেশের ভিত্তিতে গৃহীত হয়। এরকম কোনও কর্মসূচি পালনের নির্দেশ ছিল না। কেউ ব্যক্তিগতভাবে বিজেপির পতাকা হাতে নিয়ে কর্মসূচির আয়োজন করেছে। তৃণমূলের যদিও দাবি, এটাই বিজেপির সংস্কৃতি।