সঞ্জয় কাপরি, পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – ভিন রাজ্যে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পূর্ব মেদিনীপুরের চিত্র সাংবাদিক ও তাঁর দাদার। মৃত সাংবাদিকের নাম দেবাশিস মাজী এবং তাঁর দাদা দীপঙ্কর মাজী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কোলাঘাট থানার মেচেদায় বাড়ি দেবাশিস মাজীর। কাজের সূত্রে তাঁর আত্মীয় থাকতেন ঝাড়খন্ডের দেওঘরে। সেখানেই ঘুরতে গিয়েছিলেন দেবাশিস। ১ এপ্রিল তাঁর বাড়ি ফেরার কথা ছিল। সূত্রের খবর, বুধবার সারামা থানার কিছুটা দূরে একই বাইকে চেপে ফিরছিলেন দুই ভাই। পিছন থেকে যাত্রী বোঝাই একটি ট্রাক তাঁদের বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে বুধবার সকালে পরিবারের হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় মানুষ।
শোকের ছায়া নেমেছে পুর্ব মেদিনীপুর জেলা সাংবাদিক মহলেও। চিত্র সাংবাদিক দেবাশিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলার সাংবাদিক সংগঠনের সদস্যরা।