টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – আগামী ১ এপ্রিল আয়োজিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরন্দ্র মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবছর হবে এই অনুষ্ঠানের পঞ্চম সংস্করণ। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার আগে পড়ুয়াদের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলাপ-আলোচনা করেন। তবে, শুধুমাত্র পড়ুয়ারাই নন, এই অনুষ্ঠানের মাধ্যমে পড়ুয়াদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। নয়া দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। এদিন এই প্রসঙ্গে নদিয়ার কল্যাণীর জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষা মৌসুমী নাগ বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’- র সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে।
‘পরীক্ষা পে চর্চা’ নিয়ে খুশি জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীরাও। তারা জানায়, পরীক্ষার আগে ভয় তাদেরও ছিল। কিন্তু ‘পরীক্ষা পে চর্চা’-র অনুষ্ঠানে অংগ্রহণের পর তাদের ভয়ভীতি অনেকটাই কমেছে।