রণজিৎ রায়, হাওড়া, টাইমস বাংলা ডেস্ক – বীরভূম জেলার বকটুই হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব জেলাতেই বেআইনি অস্ত্র উদ্ধার করতে সক্রিয় হয়েছে পুলিশ। গতকাল রাতে গোপন সূত্র মারফৎ পেয়ে বালি থানার আধিকারিকরা একটি বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে এক দুষ্কৃতীকে। রবি রাস্তোগী (২০) নামে একজন অপরাধীকে গ্রেফতার করে বালি থানার পুলিশ। রাজু রাস্তগীরের পিতার নাম ত্রিলোক রাস্তোগী। নিশ্চিন্দা থানার এলাকায় বেলানগর রেল গেটের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর।রাজুকে বালির মালগুদাম ঘাট এলাকার বালি জুট মিলের কাছে গ্রেফতার করে পুলিশ। তার থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি উন্নতি মানের একটি পাইপগান উদ্ধার হয়। যার দৈর্ঘ্য প্রায় ৯.৫ ইঞ্চি। তাতে ট্রিগার, চেম্বার, হাতুড়ি, কাঠের ফিটিংস বাট, বডি, ব্যারেল ইত্যাদি সক্রিয় অবস্থায় রয়েছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি ফায়ারিং পিন সহ চার রাউন্ড সক্রিয় কার্তুজ উদ্ধার হয় তার থেকে। পুলিশ উদ্ধার হওয়া পাইপগান সহ চার রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করে। ধৃত ওই যুবক ওই এলাকার কুখ্যাত অপরাধী বলেই পরিচিত পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য কয়েকদিন আগেই হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে সমস্ত থানা থেকেই বে আইনি অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ রেড চালানো হয়। ওই তল্লাশিতে ৩ টি বেআইনি অস্ত্র উদ্ধার করেছে সিটি পুলিশ। যার মধ্যে ২টি শিবপুর থানা এলাকা ও আরেকটি সাঁকরাইল থানা এলাকা থেকে উদ্ধার করে সিটি পুলিশ। আগামী ৬ দিনে আরো বিভিন্ন জায়গাতে এই ধরণের বিশেষ তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।