টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – বঙ্গ রাজনীতিতে অনুব্রত মণ্ডল এক অনন্য চরিত্র। বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি যা বলেন তাই গ্রোগাসে গেলে সংবাদ মাধ্যম। তার মুখ থেকে কোন শব্দ টপকে পড়া মানেই বেড়ে যাবে খবরের টিআরপি। তবে বর্তমান সময়টা যেন একেবারেই ভাল যাচ্ছে না বীরভূমের বেতাজ বাদশার। একে তো সিবিআই-এর চোখ রাঙানি তারওপর বগটুই কাণ্ড ক্রমে যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে অনুব্রত ওরফে কেষ্টা মণ্ডলকে। সোমবারই অনুব্রতর বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন বগটুই কাণ্ডে মৃত নাজেমা বিবির স্বামী শেখলাল শেখ। তারমধ্যে মঙ্গলবার গোরু পাচারকাণ্ডে কলকাতা হাইকোর্ট রক্ষকবচ দিতে রাজি নয় অনুব্রতকে। ফলে আগামী দিলগুলিতে তে অনুব্রত বড় বিপাকে পড়তে চলেছে তা অনুমান করতে অসুবিধা হয় না। মঙ্গলবারই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গিয়েছে অনুব্রতর রক্ষা কবচের আবেদন। ফলে সিবিআই জেরা থেকে আর বাঁচা সম্ভব নয় বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় সিবিআই হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মঙ্গলবার মামলার শুনানিতে জানিয়ে দেয়, এবার সিবিআই তলব করলে হাজিরা দিতে হবে কেষ্টাকে। রামপুরহাট কাণ্ডের পর অনুব্রত মণ্ডলের উপর যে সিবিআই আরও চাপ বাড়াবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ ইতিমধ্যেই রামপুরহাট কাণ্ডেও অনুব্রত মণ্ডলের নাম উঠতে শুরু করে দিয়েছে।